বর্তমান সময়ের খবরের শিরোনাম যার দখলে সে হচ্ছেন জনপ্রিয় নায়িকা নুসরাত। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার।সব সময়ই বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্যমনি হয়ে থাকেন তিনি।
আবারও নতুন এক খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী। নতুন খবর হচ্ছে, নিজে অন্তঃসত্ত্বা হয়েও গর্ভনিরোধক ওষুধের প্রচারে নেমেছেন নুসরাত জাহান।
এ নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। যে বিজ্ঞাপনের শিরোনাম, ‘হার না মানা’। সেই সমস্ত নারীদের গল্প এখানে উঠে এসেছে, যাঁরা সমাজের বিরুদ্ধে লড়াই করেছেন নিজেদের স্বার্থে।
বুধবার (৯ জুন) এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নুসরাত জাহান কারো নাম না করে নিখিলের বক্তব্যের বিরোধিতা করেছেন।
এদিকে নুসরাত নিজেও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ধনী’ বলেই একজন একা নারীকে যেমন খুশি বলা যায়, তাঁকে ছোট করা যায়, এ রকম অধিকার কেউ দেয়নি কাউকে।
এনএইচ২৪/জেএস/২০২১