পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পশুরহাট, ঈদ জামাত এবং ঈদ পরবর্তী নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম।
মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মঙ্গলবার (২০ জুলাই) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ কথা বলেন।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে পশুর হাট বসেছে। কিন্তু এসব হাটে অজ্ঞানপার্টি, জাল টাকাসহ নানা ধরনের অপরাধ রোধে কাজ করছে পুলিশ। পাশাপাশি হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। এজন্য পুলিশ দুই পালা করে প্রতিটি হাটে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, ঈদ জামাতকেন্দ্রিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে প্রতিটি জামাতের স্থানে পোশাক পরিহিত পুলিশ মোতায়েন থাকবে। এর সঙ্গে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর দিয়ে নামাজে আসা মুসল্লিদের তল্লাশি করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।