টাঙ্গাইলে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু

0
327

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়।

জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান মঙ্গলবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৬২ টি নমুনা পরীক্ষায় নতুন করে ২২৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৫.৮৭ ভাগ। হাসপাতাল গুলোতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১৪৪ জন। এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৮৩ জন, কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ২১ জন।’

এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১২ হাজার ১১৬৫ জন। সুস্থ হয়েছে ৬ হাজার ৪০৬ জন। মারা গেছেন ১৯৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here