ইতালিতে আবারও কঠোরভাবে লকডাউন শুরু

0
1011

মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে শনিবার (৩ এপ্রিল) থেকে ইতালিতে আবারও তিন দিনের কঠোর লকডাউন শুর হয়েছে। (খবর বিবিসি)।

বিবিসির তথ্যমতে, ইতালির সব অঞ্চলে এই মুহুর্তে সর্বোচ্চ মাত্রার কড়াকড়ি অর্থাৎ ‘রেড জোন’ জারি করা আছে। ইতালিতে চলমান ৩য় ঢেউ বা থার্ড ওয়েবে ইতিমধ্যে দৈনিক ২০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন।

আর করোনার এই তৃতীয় ওয়েব থেকে বাঁচার জন্য দেশটিতে অপ্রয়োজনীয় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে ইস্টারে জনসাধারণ নিজ নিজ বাড়িতে দুইজন একসাথে খাওয়া-দাওয়া করতে পারবে।

এদিকে, প্রার্থনালয়গুলো খোলা থাকলেও পুণ‌্যার্থীদের নিজ নিজ অঞ্চলে সেবা নিতে বলা হয়েছে। দ্বিতীয় বছরের মতো, পোপ ফ্রান্সিস জনমানব শুন্য সেন্ট পিটার্সবার্গে ইস্টার বার্তা দেবেন।

এনএইচ২৪/জেএ/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here