করোনায় আক্রান্ত গাজী মাজহারুল আনোয়ার

0
1059

এবার মহামারি করোনায় আক্রান্ত হলেন প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। কয়েকদিন আগে করোনার পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এখন তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ‌্য সংগীতশিল্পী কনক চাঁপা শুক্রবার (২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে বলেন, গাজী ভাইয়ের মেয়ের সঙ্গে কথা হয়েছে। গাজী ভাই এখন অনেকটা ভালোর দিকে। আপাতত বাসা থেকেই চিকিৎসা চলছে। আপনারা সবাই গাজী ভাইয়ের সুস্থতার জন‌্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ এপ্রিল) জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন বরেণ‌্য অভিনেতা-নির্মাতা আবুল হায়াত। তাকে নগরীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেত্রী-নির্মাতা আফসানা মিমিও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

এনএইচ২৪/জেএ/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here