মেয়র আতিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা!

0
1311
dncc mayor atiqul islam

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার মো. আব্দুর রহিম আজ মঙ্গলবার(১৯ অক্টবর)ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে জানান, শুনানি শেষে আদেশ পরে দেওয়া হবে।

মামলার অভিযোগে বলা হয়, বাদী ও তার প্রতিষ্ঠানের সম্পত্তি জোর করে দখল করেন আসামিরা। উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের হুকুমে এবং অন্য আসামিদের সহযোগিতায় বাদীকে ও তার পরিবারকে হয়রানি করা হয়েছে।

ইচ্ছাকৃতভাবে বাদী ও তার পরিবার নিয়ে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতিপ্রদর্শন এবং মানহানিকর তথ্য বিভিন্ন মিডিয়া এবং ডিজিটাল ডিভাইসে প্রকাশ করা হচ্ছে যা ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারায় অপরাধ হিসেবে গণ্য হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here