অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিল পিসিবির সভাপতি রমিজ!

0
1213

সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে ইংল্যান্ডের সফর বাতিলের পরপরই সিরিজ শুরুর আগমুর্হূতে পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

নিউজিল্যান্ড-ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়া যাতে ‘ভুল সিদ্ধান্ত’ না নেয় সেজন্য আগেভাগে অস্ট্রেলিয়াকে হুশিয়ার করে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা।

রমিজ বলেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়ার দায়িত্বশীল হওয়া দরকার। বিষয়টি ক্রিকেটের প্রতি দায়িত্বশীল আচরণ দেখানোর মতোই। ক্রিকেটের এমন বিষয়ে অস্ট্রেলিয়ার একটি বড় ভূমিকা রয়েছে। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মত হলে ক্রিকেটের জন্য ভূমিকা পালন করতে পারবে না অজিরা। যদি নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো কাজ করে, তবে ভুল করবে। তাই আমি আহ্বান করছি, এমন ভুল যেন অস্ট্রেলিয়া না করে।’

তিনি আরও বলেন, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অস্ট্রেলিয়ার অনেক খেলোয়াড়ই অংশ নেয়। তারা যদি নিরাপত্তা নিয়ে খেলতে পারে, তবে অস্ট্রেলিয়ার জাতীয় দল কেন খেলতে পারবে না!। অস্ট্রেলিয়াকে পাকিস্তানের নিরাপত্তা সর্ম্পকে ভালোভাবে বোঝাতে সক্ষম হবো আশা করছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here