আ`লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আলীগ লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ ছাতক ও দোয়ারাবাজার আসনের সাংসদ ও জেলা আ
লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক বলেন, শেখ হাসিনার জন্ম না হলে আমরা সমৃদ্ধ বাংলাদেশ পেতাম না।
বাংলাদেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্রমুক্ত এবং মর্যাদাপূর্ণ অবস্থানে দাড়িয়েছে। দেশের উন্নয়ন বেগবান করতে সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বৃহস্পতিবার দুপুরে নদী ভাঙ্গন রোধ করার জন্য শত কোটি টাকা ব্যায়ে সুরমানদীর চড় ড্রজিং এর খনন কাজের উদ্বোধন করেন তিনি।