অভিনেত্রী মেহজাবীনের বোন মালাইকার অভিষেক

0
90
Newshunter24, Mehzabeen Chowdhury, Actress, Malaika Chowdhury, Drama, Farhan Ahmed Jovan, Drama,

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর দেখানো পথেই হাঁটলেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। মেহজাবীনের মতো দেখতে তার ছোট বোন মালাইকা টুকটাক মডেলিং করলেও এবার নাম লেখালেন নাটকে।

প্রথমবারের মতো ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন মালাইকা। তার প্রথম নাটকের গল্প লিখেছেন বোন মেহজাবীন চৌধুরী। নাট্য রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

আরও পড়ুন: সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলা করুন: অ্যাটর্নি জেনারেল

১৭ অক্টোবর থেকে শুরু হয়েছে নাটকের শুটিং। মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীন যে গল্পটি দিয়েছেন, সেই গল্পে নতুন একজন মেয়ে হলে ভালো হবে বলে মনে হয়েছে আমার। সেই ভাবনা থেকেই মালাইকাকে নেওয়া। তিনি বেশ পরিশ্রমী, অভিনয়টাও ভালো করছেন। আমার বিশ্বাস, দর্শকের মন জয় করতে পারবেন মালাইকা।’

মালাইকা চৌধুরী বলেন, ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ার নির্মাণ—দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই অনেক সহযোগিতা করছেন আমাকে। আমার বিশ্বাস অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে পারব আমি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here