আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস

0
104

গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারীদের প্রায় ২৫ কোটি টাকা লভ্যাংশ গরমিলের অভিযোগে করা মামলার অভিযোগ গঠনের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসকে (লিভ টু আপিল) আপিলের অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

একই সঙ্গে লিভ টু আপিল শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন ঠিক করেছেন আদালত। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (২১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আরও পড়ুন: অভিনেত্রী মেহজাবিনের বোন মালাইকার অভিষেক

আদালতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

প্রসঙ্গত, গত ১২ জুন গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here