অভাবগ্রস্তদের এন৯৫ মাস্ক কিনে দিতে চান স্পিনার অশ্বিন

0
1000

পরিবারের সদস্যরা মহামারি করোনায় আক্রান্ত হওয়ার পর ভারতের আইপিএল থেকে সরে দাঁড়ান দিল্লি ক্যাপিটালসের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

করোনার এই দ্বিতীয় ঢেউয়ের সময় অভাবগ্রস্তদের এন৯৫ মাস্ক কিনে দিতে চান এই ভারতীয় স্পিনার। অশ্বিন টুইট করে তার ভক্তদের দুটি মাস্ক পরার আহ্বান জানান। কাপড়ের মাস্ক এড়িয়ে চলতে বলেন।

তার এই পোস্টের সূত্র ধরে এক টুইটার ইউজার জানান, এন৯৫ মাস্ক দেশের অনেকের কেনার সামর্থ্য নেই। তখন অশ্বিন অভাবগ্রস্তদের জন্য এটা কিনে দেওয়ার পদক্ষেপ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

অশ্বিন লিখেছেন, ‘এন৯৫ মাস্ক ধোয়া যায় এবং পুনরায় ব্যবহার করা যায়। যাদের এটা কেনার সামর্থ্য নেই আমি তাদের এটা কিনে দিতে পারলে খুব খুশি হতাম। দয়া করে জানান কীভাবে এটা আমি সরবরাহ করতে পারি।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here