১০০ দিন সাগরে ভেসে বেড়ানোর পর ৮১ জন রোহিঙ্গাকে বহনকারী নৌকা ইন্দোনেশিয়ার নির্জন একটি দ্বীপে ভিড়েছে।
শুক্রবার (৪ জুন) দেশটির আচেহ প্রদেশের ইদমান দ্বীপে ছোট কাঠের নৌকাটির সন্ধান পাওয়া যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের শিক্ষা-মানসিক সহায়তাদানকারী প্রতিষ্ঠান রিমা পুত্র শাহ জানিয়েছেন, লোকসিউমাউই শহর থেকে ২ ঘণ্টা সময় লাগে দ্বীপটিতে যেতে। এটি জেলেরা বিশ্রামের স্থান হিসেবে ব্যবহার করে।
তিনি জানান, ‘আমাদের মাঠপর্যায়ের কর্মীরা শরণার্থীদের সঙ্গে দেখা করেছে। তিন মাস ধরে সাগরে ভেসে বেড়ানোর কথা জানিয়েছে তারা। ভারত থেকে আচেহতে তারা ১০০ আসনের দুই ইঞ্জিনের একটি নৌকায় ছিল।
তিনি আরও জানান, ‘তাদের অবস্থা আসলেই খুব খারাপ এবং দ্বীপটিতেও কোনো সুযোগ-সুবিধা নেই। এটি মশাতে পূর্ণ। তারা মূল ভূখন্ডের কাছে রয়েছে এবং তাদেরকে আচেহতে পুনর্বাসন করা হবে কী হবে না সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে তারা।’
প্রসঙ্গত, আচেহ প্রদেশ ঐতিহাসিকভাবেই রোহিঙ্গা মুসলমানদের প্রতি সমর্থক। এই প্রদেশটি ইসলামি শরিয়াহ আইন প্রতিপালন করে। গত বছরের ভেসে আসা প্রায় ৪০০ শত রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছিল কর্তৃপক্ষ।
এনএইচ২৪/জেএস/২০২১