সাধারণত বয়স বাড়ার সাথে সাথে আমাদের শারিরীক শক্তি হ্রাস পেতে থাকে। আর ১‘শ বছরে সুস্থ থাকাটা যেন অনেক বড় মেহেরবান। আর বয়স হলে মানুষের স্মৃতিশক্তি লোপ পেয়ে যায়। আর বাস্তবতা তো তাই!
কিন্তু এই বাস্তবতাকেও হার মানিয়েছেন সৌদি আরবের মুমলাকাত জে’লার জুলফি অঞ্চলের অধিবাসী ১শ’ বছর বয়সী বৃদ্ধ শায়খ মুহাম্মদ আস-সুইকত।
আল কুরআন প্রেমিক শতাব্দীছোঁয়া এ বৃদ্ধ মাত্র ৩ দিনেই পূর্ণ কুরআন কারিমের খতম দিয়ে থাকেন।
মুহাম্মদ আস সুইকত বর্তমানে তিনি নিজ এলাকার এক মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের হাজার হাজার লোক শায়খ মুহাম্মাদের ভিডিও ক্লিপটি পছন্দ করেছেন।