রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ নভেম্বর) দিনগত রাতে তাকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। সোলায়মান সেলিম ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজি সেলিমের বড় ছেলে। হাজি সেলিম কিছুদিন আগে গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
আরও পড়ুন: ‘নতুন সভ্যতার জন্য তারুণ্যের শক্তিকে একত্রিত করতে হবে’
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১টার দিকে চকবাজার থানার একটি টিম সোলায়মান সেলিমকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর এমপি সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান।