হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রামনগর এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে নানা প্রজাতির ৯টি পাখি উদ্ধার করেছে বন বিভাগ। এ ছাড়া পাখি রাখার ৭টি খাঁচা ও ৫টি পাখি শিকারের ফাঁদও জব্দ করা হয়েছে।
হবিগঞ্জ বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলার মাধবপুর উপজেলার রামনগর এলাকায় অভিযান চালিয়ে এসব পাখি, খাঁচা ও ফাঁদগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।