সৌদি আরবে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার

0
85
Newshunter24, Saudi Arabia, Expats, Arrested,

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী।

রোববার (১০ নভেম্বর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক সপ্তাহে অভিযানে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে।

সংবাদমাধ্যম গাল্ফ নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে , ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৫২৩ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৫ হাজার ৭১১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪৪ জন রয়েছেন।

আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো কিউবা

দেশটির আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা বলেছেন, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন ১ হাজার ৫৬৯ জন। তাদের মধ্যে ২৪ শতাংশই ইয়েমেনি নাগরিক। এছাড়া ৭৩ শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

এদিকে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় ৬৩ জন এবং আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া অভিযোগে সৌদিতে বসবাসরত ১৫ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ১৭ হাজার ৯১৫ জন পুরুষ এবং ২ হাজার ৪৪৮ জন নারী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here