সৈয়দপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

0
1400

“মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

শনিবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও চারা রোপন ও বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসিম আহমেদ। সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আল-মিজানুর রহমান, সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা শাবাহাত আলী সাবু।

উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সভাপতি বিথি ইসলাম, সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, দপ্তর সম্পাদক কুরবান আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন বিপু, কার্যকরী সদস্য মোকাররম, মোরসালিন সুমন, ইয়াসিন আলী প্রমুখ।

প্রধান অতিথি নাসিম আহমেদ বক্তব্যে বলেন, প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত আহরণ ও দূষণের ফলে পরিবেশের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তা আমাদের মানবজাতির জন্য ভয়াবহ দুর্ভোগ বয়ে আনছে। তাই এ পরিবেশ বিপর্যয়কে মোকাবেলায় সমগ্র বিশ্ববাসীকে এগিয়ে আসতে হবে। বন ধ্বংস, বন্যপ্রাণী শিকার, অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশ আজ বিপর্যস্ত। বনভূমি উজাড় হওয়ায় হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণি। আর তাই আমাদের সবাইকে সজাগ হতে হবে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here