সুস্থ হয়ে বাসায় ফিরলেন চিত্রনায় আলমগীর

0
960

১৭ দিন চিকিৎসা শেষে মহামারি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাসায় ফিরলেন চিত্রনায়ক আলমগীর।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দেশবরেণ্য এই অভিনয়শিল্পী।

আলমগীর জানান, হাসপাতালে ডা. রাশেদুল হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া আরো কয়েকজন চিকিৎসক সার্বক্ষণিক তার দেখভাল করেছেন।

তিনি আরও বলেন, ‘আজ সকালে চিকিৎসক এসে জানালেন, আপনি পুরোপুরি সুস্থ। এখন বাসায় যেতে পারবেন। বাসায় গিয়ে আমাকে প্রথম কয়েক দিন সাবধানতা মেনে চলার পরামর্শ দিয়েছেন। বাড়ি ফিরতে পেরে খুব ভালো লাগছে।

প্রসঙ্গত, ১৮ এপ্রিল জানতে পারেন আলমগীর করোনায় আক্রান্ত। ওই দিন বিকেলেই ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

এনএইচ২৪/জেএস/২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here