সুস্থ থাকুক ছেলে, সুন্দর করে বড় হয়ে ওঠুক : নিখিল

0
444

অনেক আলোচনা-সমালোচনার পর পুত্র সন্তানের জন্ম দিলেন এ সময়ের টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান।

তবে তার পুত্রের বাবা কে? সে কথা আজও প্রকাশ্যে আসেনি।

এই প্রসঙ্গে আনন্দাবাজার অনলাইনে নুসরতের প্রাক্তন নিখিল জৈন বললেন,‘আমি জানি নুসরতের ছেলে হয়েছে। কিন্তু নুসরতকে আমি এ নিয়ে আলাদা করে ফোন বা যোগাযোগ করতে চাই না। ওর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তবে কামনা করি, সুস্থ থাকুক ছেলে, সুন্দর করে বড় হয়ে ওঠুক। অনেক শুভেচ্ছা জানাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here