সুপারম্যান হেনরির সঙ্গে রুপালি পর্দায় রিতা ওরার ঝলক

0
265
Newshunter24,, Henry Cavill, pop star, Rita Ora, Voltron, Hollywood,

হলিউডের ব্লকবাস্টার অভিনেতা ও সুপারম্যান খ্যাত তারকা হেনরি ক্যাভিল শীঘ্রই ‘ভোলট্রন’ নামের অ্যাকশন ধাঁচের এক নতুন ছবিতে যোগ দিতে যাচ্ছেন। সেই ছবিতে তার সঙ্গে থাকছেন জনপ্রিয় পপ তারকা রিতা ওরা। এতে জন কিম এবং ড্যানিয়েল কুইন-টয়েকেও অভিনয় দেখা যাবে।

এই সিনেমাটি প্রযোজনা করছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। সিনেমাটি পরিচালনা করছেন রসন মার্শাল থার্বার। তিনি ‘রেড নোটিস’ সিনেমার জন্য পরিচিত।এরইমধ্যে এলেন শ্যানম্যানের সঙ্গে স্ক্রিপ্ট লিখেছেন পরিচালক।

আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে ওয়ালটন

এই নতুন প্রজেক্টটি ইতোমধ্যেই বিনোদনপ্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। রিতা ওরার মতো একজন সংগীত আইকনের সঙ্গে হেনরি ক্যাভিলের জুটি দর্শকদের কাছে এক ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সবকিছু ঠিক থাকছে চলতি মাসেই অস্ট্রেলিয়ায় শুরু হবে ‌‘ভোলট্রন’ ছবির শুটিং। তবে এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

হেনরি ক্যাভিল ও রিতা ওরার এই জুটির ছবি নিঃসন্দেহে বিনোদন দুনিয়ায় আলোড়ন তুলবে। একদিকে সুপারহিরো চরিত্রে মাস্টারি করা হেনরি এবং অন্যদিকে সংগীত ও ফ্যাশনের আইকন রিতা—এমন এক অনন্য সমন্বয় দেখার জন্য অপেক্ষা করছেন কোটি ভক্ত। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার, এবং এই নতুন প্রজেক্টটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তা জানার।

আরও পড়ুন: চাকরি দেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স

ভক্তদের মনে শুধু একটাই প্রশ্ন, ‘তাহলে কি এবার রুপালি পর্দায় নতুন এক সুপার জুটি তৈরি হতে চলেছে?’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here