সিলেটে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু

0
1253

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরও ৫৩৮ জনের।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বিভাগের ৪ ল্যাবে ১২৩৭ জনের নমুনা পরীক্ষা শেষে ৫৩৮ জনের পজিটিভ শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪৩.৪৯ শতাংশ। সবচেয়ে বেশি শনাক্ত সিলেট জেলায়। এ জেলায় ২৮৩ জন, সুনামগঞ্জে ৬৫ জন, হবিগঞ্জে ৯৯ জন এবং মৌলভীবাজারে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

একই সঙ্গে এন্টিজেন টেস্টের মাধ্যমে বিভাগের চার জেলায় ৭৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলায় ২২ জন, সুনামগঞ্জ জেলায় ৩১ জন, হবিগঞ্জ জেলায় ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জনের পজিটিভ আসে।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিট-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, বিভাগের ৪ জেলায় এখন পর্যন্ত ৩১৪৪৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫৪৬ জনের, আর সুস্থ হয়েছেন ২৫৮৯৫ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here