মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সীমান্ত জেলা সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল রোববার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, এ জেলায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮২৫ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৩৭ জন। মোট রোগীর সংখ্যা ১ হাজার ২০৮ জন।