মহামারি করোনায় আক্রান্ত ও উপর্সগ নিয়ে গত ২৪ ঘন্টায় সীমান্ত জেলা সাতক্ষীরায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৪৪৫ জন।
সাতক্ষীরা মেডিক্যাল কলেজের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মণ্ডল বুধবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা চার হাজার ৫৭৭ জন। জেলায় সুস্থ হয়েছেন ৩২৮০ জন। বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ২৬৯ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬৯ জন।
এদের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের (সামেক) করোনা রোগীর সংখ্যা ১৯ জন ও বেসরকারি হাসপাতালে ১৬ জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন ১ হাজার ১৮৫ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৫০ জন।