রংপুর সংবাদ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক সুমন মন্ডলের উপর হামলার ঘটনায় জড়িত নাজমুল হক এবং সেলিম মিয়া নামের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কাজির মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত দুজনেই কুখ্যাত জুয়াড়ি বলে অভিযোগ রয়েছে ।
সাব ইন্সপেক্টর বাপ্পী কুমার জানান, তার নেতৃত্বে গাইবান্ধা সদর থানা পুলিশের একটি টিম রামচন্দ্রপুর ইউনিয়নের কাজির মোড় এলাকা থেকে সাংবাদিক সুমন মন্ডলের উপর হামলার ঘটনার এজাহারভূক্ত ২ ও ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়।
এনএইচ২৪/জেএ/২০২১