বিয়ের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দেনমোহর। এটি স্ত্রীর অধিকার। দেনমোহর পরিশোধ করা স্বামীর জন্য ওয়াজিব। এ অধিকার খর্ব করা যাবে না।
মহান আল্লাহ বলেন,
وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡهُنَّ اُجُوۡرَهُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَ لَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ
এর অর্থ: আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের মধ্যে সচ্চরিত্রা নারীদের তোমাদের জন্য বৈধ করা হলো। যদি তোমরা তাদের দেনমোহর দাও বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়। (সুরা মায়েদা. আয়াত: ৫)
আরও পড়ুন: তিন মামলায় খালাস পেলেন ‘শিশুবক্তা’ মাদানী
দেনমোহর পরিশোধের সময় সম্পর্কে ইসলামি আইন ও ফিকাহ শাস্ত্র বিশেষজ্ঞরা বলেন, বিয়ের আগে দেনমোহর ধার্যের পর তা পরিশোধের উত্তম সময় হচ্ছে- বাসর রাতে সহবাসের পূর্বে দেনমোহর পরিশোধ করে দেয়া। যদিও নগদ অর্থ না থাকলে পরে পরিশোধ করার অবকাশ রয়েছে। বাকি রাখলে বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে না। (মাবসুতুস সারাখসি: ৫/৬২)
দেনমোহর মাফ করিয়ে নেয়ার জন্য কোনোরকম কৌশল অবলম্বন করা, স্ত্রীকে লজ্জায় ফেলে দিয়ে দেনমোহর মাফের স্বীকারোক্তি নেওয়া নাজায়েজ। (আহকামুল কোরআন, জাসসাস: ২/৫৭-৫৮; তাফসিরে ইবনে কাসির: ১/৪৪২)