শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে আহত মেছোবাঘ উদ্ধার

0
359

শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে একটি আহত মেছোবাঘ উদ্ধার করেছে ।

শনিবার (১৭ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার নাথ বাড়ির পাশে মেছো বাঘটিকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন বিষয়টি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে ফোন করে বিষয়টি জানালে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব দ্রুত সেখান থেকে আহত অবস্থায় বাঘটি উদ্ধার করেন।

সজল দেব সংবাদ মাধ্যমকে জানান, ‘স্থানীয়রা ফোন করে জানালে আমি সেখান থেকে আহত অবস্থায় মেছোবাঘটিকে উদ্ধার করি। পরে এটিকে প্রাথমিক চিকিৎসা দেই।’

তিনি আরও জানান, বাঘটি মারাত্মক আঘাত প্রাপ্ত। বন বিভাগকে বিষয়টি অবহিত করা হয়েছে। বাঘটির কোমরে কেউ লাঠি দিয়ে আঘাত করেছে অথবা সড়ক দুর্ঘটনা হতে পারে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here