শীতকাল এলেই বাংলাদেশে বিয়ের ধুম পরে। শীত যেন বিয়েরই সিজন। তবে এর বিশেষ কিছু সুবিধাও রয়েছে। চলুন জেনে নেই শীতকালে বিয়ে করলে কী কী বাড়তি সুবিধা পাওয়া যায়-
মূলত বছরের শেষের দিকে শীত শুরু হয়। আর সেই সময় বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা শেষে ছুটি হয়। এ সুযোগে সব আত্মীয়স্বজন একত্রিত হতে পারেন। বছরের অন্যান্য সময় সবাইকে এক সাথে পাওয়া অতটা সহজ নয়। তাই বিয়ের জন্য বেশিরভাগ মানুষ শীতকালই বেছে নেন।
বিয়েতে বর-কনের পাশাপাশি সবাই বেশ সাজগোজ করে থাকেন। গরমের সময় ঘামের কারণে সাজ দ্রুত নষ্ট হয়ে যায়। কিন্তু শীতে সাজ নষ্ট হওয়ার ভয় থাকে না।
আরও পড়ুন: চাকরি দেবে ওয়ালটন
শীতের সময় বিয়ে বাড়ির ডেকোরেশন নিয়ে তেমন চিন্তা করতে হয় না। কারণ শীতকালে সব ধরনের ফুলই সহজে পাওয়া যায়। একই সঙ্গে দামও কম থাকে।
বিয়ে বাড়ি মানেই হাজারো কাজ। আর শীতের মধ্যে এসব কাজ করা যায় খুব সহজেই। কাজ করতে কষ্ট কম হয়। তাই বিয়ের জন্য শীতই পারফেক্ট মৌসুম।
পোলাও, বিরিয়ানি, রোস্ট, রেজালা, মাংসের চপ, বেগুনি বিয়ের অনুষ্ঠানে এগুলো একেবারে কমন আইটেম। গরমের সময় এসব মজাদার খাবার খেতে হয় রয়ে-সয়ে। কিন্তু শীতকালে বিয়ে হলে সেই চিন্তা খুবই কম থাকে।
শীতকালে ফ্যান চালাতে হয় না। আবার দ্রুত ঘুমানোর একটা তাড়া থাকে। তাই সব লাইট-টিভিও তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এতে মাসিক বিদ্যুৎ বিল একেবারেই কম হবে। অতিথি অভ্যাগতদের যত্নে সুবিধা হয়, সঙ্গে সাশ্রয়ও।
আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএ গ্রুপ
নবদম্পতির জন্য একসাথে ছুটি কাটানোর অর্থাৎ হানিমুনের জন্য সবথেকে ভালো সময় এটি। শীতকালে বিয়ে এবং এর পরে হানিমুনে ঘোরাঘুরিটা জমে বেশ। পরস্পরের পাশাপাশি থেকে উষ্ণতাও ভাগাভাগি করা যায়, সেই সুযোগে সঙ্গীকে জেনে নেওয়া যায়। এছাড়া হোটেলসহ সব জায়গায় কাপল প্যাকেজ থাকায় নব-বিবাহিতরা অনেক সুবিধা পেয়ে থাকেন। তাই বিয়ে এবং হানিমুনের জন্য শীতই উপযুক্ত সময়।