শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, রাস্তায় বেড়েছে যাত্রীদের চাপ

0
429

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সর্ব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান আজ থেকে খুলে গেছে। আর তাই সকাল থেকেই রাজধানীর অধিকাংশ সড়কে কিছুটা জ্যাম বেড়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুর ১, ২, ১০ নম্বর, শ্যামলী, আগারগাঁও এলাকা ঘুরে দেখা গেছে, স্কুল কলেজ খোলায় সকাল থেকেই রাস্তায় মানুষের চাপ বেড়েছে। বাসেও যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে, শিক্ষার্থীদের আগমন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাজসাজ রব বিরাজ করছে। বিশেষ করে দুই শিফটের স্কুলগুলোতে সকাল ৮টার আগেই শিক্ষার্থীদের নতুন স্কুল ড্রেস পরে অভিভাবকের হাত ধরে উপস্থিত হতে দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here