বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের দোতলায় করোনা ইউনিটে রোববার (২৭ জুন) সন্ধ্যায় আগুন লেগেছে। তবে এতে হতাহত হয়নি।
হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, অক্সিজেনের হাই ফ্লো নজেল ক্যানোলা থেকে এক ধরনের গ্যাস তৈরি হলে আগুনের সুত্রপাত ঘটে। তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দোতলায় আইসিইউ এর ২১৮নং রুমে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৭নং বেড সংলগ্ন হাই ফ্লো অক্সিজেন সরবরাহ থেকে আগুনের সুত্রপাত হয়।
আগুন দেখে সেখানে চিকিৎসাধীন রোগীরা অক্সিজেন মাক্স খুলে বাহিরে বের হয়ে আসেন। মুহুর্তের মধ্যে সেখানে আতংক ছড়িয়ে পড়ে। এ সময় হাসপাতালের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিভিয়ে ফেলেন।
খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তার আগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।