লুঙ্গি পড়েই পালাচ্ছিলেন নৌকার দুই কাণ্ডারি

0
158
নৌপথে পালানোর সময় কোস্টগার্ডের হাতে ধরা পড়েন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।
নৌপথে পালানোর সময় কোস্টগার্ডের হাতে ধরা পড়েন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

নৌপথে পালানোর সময় কোস্টগার্ডের হাতে গ্রেফতার হন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়া নেত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

১৩ আগস্ট বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ছাত্র আন্দোলনে হওয়া ঢাকার মামলা আগামীকালের মধ্যে প্রত্যাহার

ডিএমপি কমিশনার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার রাতেই তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।

জানা গেছে, রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আজ তাদের আদালতে তোলা হবে। নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার চেয়ে রিমান্ড আবেদন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here