সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাচ্ছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তার নতুন মিশন শ্রীলঙ্কায়। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) সরাসরি দল পেয়েছেন সাকিব। ড্রার্ফটসের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছেন গল মার্ভেলস।
বুধবার (১৬ অক্টোবর) টি-টেন টুর্নামেন্টটিতে তাকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। গত বছরও শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে গলের হয়ে মাঠ মাতিয়েছিলেন সাকিব। তবে, সেবার ফ্র্যাঞ্চাইজিটির নাম ছিল গল গ্ল্যাডিয়েটর্স।
আরও পড়ুন: নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে নিহত প্রায় ১০০
নিজেদের ফেসবুক পেইজে উচ্ছ্বাস প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘লঙ্কা টি-টেন এর জন্য আমাদের প্লাটিনাম প্লেয়ার প্রি-ড্রাফট পিক ব্যতিক্রমী অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছি। তার অভিজ্ঞতা এবং মাঠের শক্তি প্রদর্শন করাতে আমরা প্রস্তুত।’
প্রসঙ্গত, শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন টি-টেন সুপার লিগ। চলতি বছর ১২ ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্টটি। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত দলগুলো খেলোয়াড় নিতে পারবে।