লক্ষ্মীপুর বৃদ্ধ বাবা শফিকুল ইসলামকে ঘরের বাহিরে ফেলে রেখেছে তার সন্তানরা। প্রতিষ্ঠিত ৩ পুত্র সন্তান থাকলেও বাবার দায়িত্ব নিতে অপরাগ ছেলেরা।
শুক্রবার সকালে মেঝ ছেলে বাবাকে ঘর থেকে বের করে বাহিরে রেখে দিয়েছে। সকাল থেকে সন্তানের ঘরের সামনে অসুস্থ শফিকুল ইসলাম ৯৫কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে যান। ঘটনাটি লক্ষ্মীপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের মেঘনা রোড সংলগ্ন স্বর্প্ন মহলের সামনে।
স্থানীয়রা জানায়, অসুস্থ শফিকুলের ৪ ছেলে ও ৩ মেয়ে। দীর্ঘদিন যাবত বাবা বাধ্যকজনিত রোগে ভুগছেন। গত ২ বছর আগে তিনি সন্তানদের সম্পত্তি ভাগ করে দেন। তার বড় ছেলে মারা গেছে, মেঝ ছেলে আলমগীর বিজিবিতে চাকুরি করে, সেজ ছেলে জাহাঙ্গীর প্রবাসী আরেক ছেলে শাহালম সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত।
লক্ষ্মীপুর পৌর ১নং ওয়ার্ডে সবারই বিলাশবহুল বাড়ি রয়েছে তাদের। আজ সকালে মেঝ ছেলে আলমগীর বাবার পরিচর্যা করতে অপারগতা প্রকাশ করে ছোট ছেলে শাহালমের ঘরের সামনে বাবাকে ফেলে রাখে যায়। ছোট ছেলে শাহালমও নানা সমস্যার কারনে বাবার পরিচর্যা করতে অপারগতা প্রকাশ করেন।
পরে স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দিলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল ও মোঃ রাজীব হোসেন ঘটনাস্থালে যান। ইতিমধ্যে বড় মেয়ে সুরাইয়া এসে তার বাবার দায়িত্ব নিতে ইচ্ছে প্রকাশ করেন। পরে ম্যাজিস্ট্রেট এর গাড়ি করে অসুস্থ শফিকুলকে মেয়ে সুরাইয়ার বাড়িতে পাঠিয়ে দেন।