লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত পরিবারে ঈদ আনন্দ বলে কিছু নেই

0
957

যে পরিবারে নূন্যতম একজন করোনা আক্রান্ত আছে সে পরিবারের ঈদ বলে কিছু নেই। তাদের একটাই চিন্তা কখন সুস্থ হবে। করোনা মুক্ত হওয়াই তাদের জন্য হবে ঈদ আনন্দ।

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত পরিবারের লোকজন এভাবেই ঈদ আনন্দ সম্পর্কে তাদের মনোভাব ব্যক্ত করেন। তারা জানান, ঈদের আগের দিন থেকে আত্মীয স্বজনের আসা যাওয়া, রান্নাবান্না একটা ব্যপার ছিল। কিন্তু এই বছর বাড়িতে ঈদ এসেছে অন্যভাবে। মনে হচ্ছে না কোন ঈদ কাটাচ্ছি।

আত্মীয স্বজন কেউ আসবে না, আমাদেরও কারো বাসায যাওযা হবে না। একটা অন্য রকম সময় পার করছি। বর্তমান সময়ে আক্রান্ত পরিবার ছাড়া অন্য কেউই আক্রান্ত পরিবারের পরিস্থিতিতে বুঝতে পারবে না বা বলে বুঝানো যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here