লকডাউন শিথিল, ২৩ জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু

0
718

মহামারি করোনা সংক্রমণ রোধে সরকারের দেয়া চলমান বিধিনিষেধ শিথিল করে আগামী ১৪ জুলাই মধ‌্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবার কঠোর লকডাউন শুরু হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। গণপরিবহন চলাচল, দোকান-শপিংমল খুলে দিয়ে চলমান বিধিনিষেধ শিথিল করা হয়েছে।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় ৭ দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭ দিন অর্থাৎ ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here