গত বছর জুনে পিয়ংইয়ং হটলাইন বিচ্ছিন্ন করার পরে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে হটলাইন বা টেলিফোন যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে। খবর-বিবিসি।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, দুই দেশের নেতারা আস্থা এবং সম্পর্কের উন্নতি পুনর্গঠনে একমত হয়েছেন। এপ্রিল থেকে এ পর্যন্ত বেশ কিছু ব্যক্তিগত চিঠি বিনিময় হয়েছে তাদের মধ্যে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’কে এক কর্মকর্তা বলেছেন, দুই দেশের শীর্ষ নেতারা যে ঐকমতে এসেছেন, তার অধীনে ২৭ শে জুলাই স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুই কোরিয়ার মধ্যে যোগাযোগ লাইন নতুন করে চালু হয়েছে। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রণালয়ের মতে, উভয় পক্ষের প্রতিনিধিরা তিন মিনিট ফোনে কথা বলেছেন। মঙ্গলবার বিকেলে আরেক দফা ফোন করা হবে। তারপর প্রতিদিনই এই লাইন সচল থাকবে।