মহামারি করোনাভাইরাসে রাশিয়ায় গত ২৪ ঘন্টায় প্রাণ হরিয়েছে ৬৫২ জন। দেশটিতে এক দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি।
বার্তা সংস্থা রয়টার্স এর তথ্যমতে, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে ১১৯ জনের মৃত্যু হয়েছে, যা দেশের অন্য অঞ্চলের তুলনায় সবচেয়ে বেশি। আগামী শুক্রবার এই পিটার্সবার্গেই ইউরো-২০২০ ফুটবলের কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা।
কিছু বিশেষজ্ঞ অভিযোগ করেছেন, রাশিয়া করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা গোপন করছে। ময়নাতদন্তের পর যেসব মৃতদেহে কোভিড-১৯ পাওয়া যাচ্ছে কেবল সেগুলোকেই মৃতের সংখ্যা হিসেবে প্রকাশ করা হচ্ছে।