রাজশাহীর সব এলাকা এখন রেড জোনে!

0
1645
rajshahi, coronavirus

শুরু থেকেই কোরোনাভাইরাস নিয়ে খুবই সচেতন ছিল রাজশাহী। তাই দেশের অনেক এলাকায় যখন করোনা সংক্রমণ ঘটে মারাত্মক আকারে তখন রাজশাহীতে তার ছিটে ফোঁটা লাগেনি। কিন্তু গত দুই মাসে সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। এখন রাজশাহী জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত ৯১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে এবার রাজশাহী জেলার সব এলাকা এখন রেড জোনে।

রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, রাজশাহীতে জনসংখ্যা ৩০ লাখ। আর আক্রান্তের সংখ্যা ৯১০ জন। জোন ঘোষণার শর্ত অনুযায়ী জেলা ও মহানগরের সব এলাকা এখন রেড জোন। কিন্তু লকডাউনের শর্ত ভিন্ন। যার কারণে লকডাউন ঘোষণা করা সম্ভব হচ্ছে না।

জেলায় আক্রান্ত ৯১০ জনের মধ্যে ৬৫০ জনই মহানগর এলাকার। এছাড়াও জেলার বাঘা উপজেলায় ২০, চারঘাটে ২৮, পুঠিয়ায় ১৪, দুর্গাপুরে ১২, বাগমারায় ৩১, মোহনপুরে ৪১, তানোরে ৩৭, পবায় ৬৭ ও গোদাগাড়ীতে ১০ জন রয়েছেন।

রাজশাহীতে এখন পর্যন্ত মারা গেছেন নয়জন। এর মধ্যে রাজশাহী মহানগরীতেই পাঁচজনের মৃত্যু হয়েছে। এর বাইরে বাঘা, চারঘাট, পবা ও মোহনপুরে একজন করে মারা গেছেন। রাজশাহীতে মোট মারা গেছেন ১৪০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here