রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সোনাদিঘি আদাড়পাড়া গ্রামে বুধবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দুইপক্ষের সংঘর্ষে তসলিম উদ্দিন নামে এক কৃষক নিহত হয়েছেন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রতিবেশী আবদুল কাদের মিনুর সঙ্গে জমি নিয়ে তসলিম উদ্দিনের বিরোধ চলছিল। দুপুরে প্রতিপক্ষরা একা পেয়ে তসলিম উদ্দিনের ওপর অতর্কিতভাবে হামলা করে। এ সময় তাকে বাঁচাতে যান স্বজনরা। তখন দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তসলিম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।
এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর নিহত তসলিমের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যামামলা হবে।