রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু করেছে। বুধবার (২১ জুলাই) দুপুর ২টায় উভয় সিটি করপোরেশন এলাকায় বর্জ্য অপসারণ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।
ঢাকা উত্তরে ভাটারার সাঈদনগর হাট এলাকায় বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র আতিকুল ইসলাম। ঢাকা দক্ষিণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না করা হলেও ৭৫টি ওয়ার্ডে বর্জ্য অপসারণ কার্যক্রম চলছে।
ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন বলেছেন, ‘নগরবাসী যদি নির্দিষ্ট স্থানে কোরবানির বর্জ্য ফেলেন, তাহলে আমরা অতি দ্রুত তা অপসারণ করতে পারব।