রাজধানীর তুরাগের বালুরমাঠ উত্তরা ১০ নম্বর সেক্টরের মোস্তফা মেম্বারের বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
রাইজিংবিডি‘র লাইভটি দেখুন এখানে…(লাইভ)
প্রত্যক্ষদর্শিরা জানান, বিশাল আগুনের কুণ্ডলি পুরো বস্তি এলাকায় ছেয়ে গেছে। এলাকার সবাই জানমাল রক্ষায় ছুটোছুটি করছে। আশপাশ থেকে লোকজন আগুন নেভাতে ছুটে এসেছেন।
মোস্তফা মেম্বারের এই বস্তিতে ৪৫০-৫০০টির মতো ছোট ছোট ঘর রয়েছে।
এনএইচ২৪/জেএস/২০২১