রাজধানীর শেরে বাংলা নগর, ভাটারা ও কারওয়ান বাজারে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত ৩ জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।
সোমবার (১২ জুলাই) রাত ১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে গরুর ট্রাক থেকে পড়ে রাসেদ নামে এক যুবক নিহত হয়েছেন।
রাজধানীর ভাটারা ছোলমাইদ এলাকায় সোমবার (১২ জুলাই) রাত পৌনে ১টার দিকে ট্রাকচাপায় রাকিবুল ইসলাম নামে এক কিশোর মারা যান।
এছাড়া, কারওয়ান বাজার এলাকায় মঙ্গলবার (১৩ জুলাই) সকালের দিকে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।