রাজধানীর মগবাজারে বেশকিছু পাসপোর্টসহ নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য শংকর কুমারকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদে মগবাজার আবাসিক হোটেল পরশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮টি পাসপোর্ট জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শংকর দীর্ঘদিন ধরে হোটেলে বসে মগবাজার ও আশপাশের এলাকার বিভিন্ন নারী পাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে। তার টার্গেট ছিল এসব এলাকা থেকে অসহায় সুন্দরী নারীদের বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা।