রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ১৮১ নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

0
793

মহামারি করোনার প্রকোপের মধ্যেই হঠাৎ করে বেড়ে চলছে ডেঙ্গু রোগী। দেশে গত ২৪ ঘণ্টায় ১৯৪ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৮১ জন। জুলাই মাসেই ভর্তি হয়েছেন ১৯২০ জন ডেঙ্গু রোগী। আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৬৪২ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৬১৮ জন।

এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৪ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here