ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশু নির্ধারিত স্থানে জবাই করতে রংপুর মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। সেই সাথে ১২ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
ঈদের দিন (২১ জুলাই) সকালে সংবাদমাধ্যমকে মেয়র বলেন, ‘নগরীর ৩৩টি ওয়ার্ডের নির্ধারিত ১১৭টি স্থানে কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত স্থানগুলো ছাড়া যাতে কেউ উন্মুক্ত স্থান ও সড়কের ওপর পশু জবাই না করে এ বিষয়ে গতকাল সচেতনতামূলক প্রচারণা চালিয়েছি। ইতিমধ্যে কোরবানির নির্ধারিত স্থানগুলোতে ব্যানার লাগানোসহ সংশ্লিষ্ট এলাকাবাসীকে অবগত করতে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের ব্যবস্থা করেছি।’
শ্যামাসুন্দরী ক্যানেল, কেডি ক্যানেলসহ নগরীর ড্রেনে পশুর বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে রসিক মেয়র বলেন, ‘কোরবানির পশুর বর্জ্য অপসারণ করে আমরা তা সঠিক জায়গায় ডাম্পিং করতে চাই। এ জন্য নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। সকলের প্রতি আহ্বান- যেখানে সেখানে পশুর বর্জ্য না ফেলে ডাস্টবিনে ফেলুন। আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থার মধ্য দিয়ে ১২ ঘণ্টার মধ্যে তা অপসারণ করা হবে।