যুক্তরাষ্ট্রকে ‘টিকার অস্ত্রগারে’ পরিণত করা হবে : বাইডেন

0
722

যুক্তরাষ্ট্রকে ‘টিকার অস্ত্রগারে’ পরিণত করা হবে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সাথে তিনি ঘোষণা দিয়েছেন আগামী বছর থেকে উন্নয়নশীল দেশগুলোকে ৫০ কোটি ডোজ ফাইজারের টিকা দেবে ওয়াশিংটন।

বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের অবকাশে কোভিড-১৯ ভার্চুয়াল সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন জো বাইডেন।

এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বের অন্তত ৭০ শতাংশ জনগোষ্ঠীর জন্য এক হাজার ১০০ কোটি ডোজ টিকার প্রয়োজন। ২০২১ সালের শেষ নাগাদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রত্যেক দেশকে ৪০ শতাংশ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তবে এই লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ধনী দেশগুলো ইতোমধ্যে তাদের জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি অংশকে অন্তত এক ডোজ টিকা দেওয়া শেষ করেছে। অথচ নিম্নআয়ের দেশগুলো তাদের জনগোষ্ঠীর ২ শতাংশকে মাত্র এক ডোজ টিকা দিতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্র ৫৮ কোটি ডোজ টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত মাত্র ১৬ কোটি ডোজ টিকা সরবরাহ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here