যাত্রী চাপ বেড়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে

0
332

ঈদের ২য় দিনে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফিরছেন অনেকে। লকডাউনকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে নিজ নিজ গ্রামের বাড়িতে যাচ্ছেন অনেকে। মুন্সীগঞ্জের শিমুলিয়ায় ও মাদারীপুরের বাংলাবাজার ঘাটে উভয়মুখী যাত্রীদের চাপ রয়েছে।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থেকেই এ নৌপথে ১৭টির মধ্যে ১৪টি ফেরিতে যানবাহন ও যাত্রীদের পারাপার করা হচ্ছে।

শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়িসহ ৫ শতাধিক যানবাহন। তবে করোনা সংক্রমণ রোধে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।

এদিকে, অর্ধেক যাত্রী নেওয়ার নির্দেশনা থাকলেও লঞ্চগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রীবহন করতে দেখা গেছে। এ নৌপথে ৮৭টির মধ্যে ৮৪টি লঞ্চ চলাচল করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here