যশোরের সাংবাদিক মিজানুর রহমান তোতা আর নেই

0
331

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন যশোরের প্রবীণ সাংবাদিক ও কবি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান তোতা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

যশোর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শনিবার (১৭ জুলাই) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, গত ৩ জুলাই ব্রেইন স্ট্রোক করলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দায়িত্বরত চিকিৎসকরা তার শারীরিক অবস্থা গুরুতর দেখে ইনসেটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করান। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হয়। অক্সিজেন লেভেলও মারাত্মকভাবে কমে যায়। আজ বাদ জোহর নতুন খয়েরতলা মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here