ম্যানচেস্টার টেস্ট বাতিল করতে ইংল্যান্ডকে বাধ্য করেছে ভারত!

0
1464

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের দোহাই দিয়ে ম্যানচেস্টার টেস্ট বাতিল করতে ইংল্যান্ডকে বাধ্য করেছে ভারত। তবে এর মূল কারণ আইপিএল বলে অভিযোগ করেছেন সাবেক তিন ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন, নাসের হুসেইন ও মাইকেল ভন।

আথারটন সরসারি না বললেও ভন-নাসের সরাসরি দায়ী করেছেন বিসিসিআইকে। ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতের তিন ভেন্যুতে মাঠে গড়াবে আইপিএলের বাকি অংশ।

ঘটনার বিশ্লেষণে ক্রিকেট রাজনীতিতে বিসিসিআইয়ের প্রভাব-ক্ষমতা-দাপটের এক সমীকরণ এঁকেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল আথারটন। তিনি বলেন, করোনা ভারতীয় ক্রিকেটারদের খেলতে অনীহা এবং আইপিএলের কারণেই ম্যানচেস্টার টেস্ট বাতিল হয়েছে। প্রথম ৪ দিনেই টিকেট বিক্রি হয়েছিল ৮৫ হাজার এবং এদের অধিকাংশই ইংলিশ। ২-১ এ ইংল্যান্ড পিছিয়ে থাকায় নিশ্চয় তাদের কিছু প্রত্যাশা ছিল। এটা কত বড় মানসিক আঘাত বোঝাই যাচ্ছে।

তবে ভারত বিদ্বেষী হিসেবে খ্যাত আরেক সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন আরও আগ্রাসী তার মন্তব্যে। টুইট বার্তায় স্পষ্ট জানিয়েছেন, শুধুমাত্র আইপিএলের কারণে ইসিবিকে ম্যানচেস্টার টেস্ট বাতিল করতে বাধ্য করেছে বিসিসিআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here