মহামারি করোনাভাইরাসে মেহেরপুরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৫৩ জনের।
মেহেরপুর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন রোববার (১১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে মারা গেছেন ৫ জন এবং করোনা উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন স্থানে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৬ নমুনা পরীক্ষায় আরও ৫৩ জনের করোনা শনাক্ত হয়। জেলায় এখন পর্যন্ত ৭৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ১৫০ বেডের বিপরীতে রেড জোনে ৫৬ জন (দুটি আইসিইউসহ) ও ইয়োলো জোনে রোগী ভর্তি আছেন ৬৫ জন।