মেসি ভক্ত সাকিব নিজেকে খুঁজে পান রোনালদোর মধ্যে

0
2662
messi, ronaldo, shakib, cricket, football,

বাংলাদেশ ক্রিকেটের প্রাণ ভ্রমরা সাকিব আল হাসান যে আর্জেন্টাইন ফুটবলের প্রাণ ভ্রমরা লিওনেল মেসির ভক্ত তা প্রায় সকল সাকিব ভক্তেরই জানা! কিছুদিন আগেই ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলের সঙ্গে এক অনলাইন আড্ডায় এই তথ্য জানিয়েছেন সাকিব। বার্সেলোনার আর্জেন্টাইন মহা তারকাই তার প্রেরণা। তাকে দেখেই ভক্তদের প্রত্যাশার চাপ সামাল দেওয়া শিখেছেন তিনি। এবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জানালেন নিজেকে খুঁজে পান ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে।

যদিও তিনি ভক্ত মেসিরই। তারপরও জুভেন্টাসের পতুর্গিজ তারকার ব্যক্তিত্বের সঙ্গে কোথায় যেন নিজের মিল খুঁজে পান সাকিব। এনিয়েই সোমবার ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি।

সাকিব লিখেছেন, ‘একজন ফুটবল ফ্যান হিসেবে মেসির ভক্ত আমি, উনিই আমার প্রেরণা। তবে, ব্যক্তিত্বের ধরন অনুযায়ী আমি অনেকটা রোনালদোর মতোই। অধ্যবসায় বলুন কিংবা আচরণ অথবা প্রতিজ্ঞার জায়গাটাতে রোনালদোর সাথেই বেশি মেলাতে পারি নিজেকে।’

ভুল বলেন নি। এই প্রতিজ্ঞা আর অধ্যবসায়ই তারকা বানিয়েছে সাকিবকে। হয়েছেন বিশ্বসেরা। গত বছর বিশ্বকাপে সেই ইস্পাত কঠিন প্রত্যয়েরই পুরস্কার পেয়েছেন। তবে রোনালদোরই মতো তার ক্যারিয়ারও বিতর্ক মুক্ত থাকেনি। ১৪ বছরের ক্যারিয়ারে অনেকবারই এসেছেন আলোচনায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here